Dinajpur Zilla School
News:
Nagad Payment System

নগদ অ্যাপ (App) অথবা *১৬৭# (USSD) এর মাধ্যমে 'Dinajpur Zilla School,  এর বিল পেমেন্ট এর নিয়মাবলীঃ

নগদ অ্যাপ (App) এর মাধ্যমে Dinajpur Zilla School এর বিল পেমেন্ট
  1. 'নগদ'অ্যাপ (App) হোম স্ক্রিন থেকে 'বিল পে' (Bill Pay) নির্বাচন করুন;
  2. 'বিল পে অপশন থেকে 'Education' সিলেক্ট করুন;
  3. 'Dinajpur Zilla School' টাইপ করুন অথবা বিলার নম্বর:4066 টাইপ করুন;
  4. 'Student ID' টাইপ করুন;
  5. টাকার পরিমাণ টাইপ করুন;
  6. পিন টাইপ করুন;
  7. ট্যাপ করে ধরে রাখুন;
  8. বিল পেমেন্ট শেষে কনফার্মেশন এসএমএস (SMS) পাবেন
  9. বিল পেমেন্ট শেষে 'রিসিট দেখুন'ও 'সেইভ করুন' ।
*১৬৭# (USSD) এর মাধ্যমে Dinajpur Zilla School এর বিল পেমেন্ট
  1. *১৬৭# ডায়াল করুন;
  2. মেন্যু থেকে 5 চেপে "বিল পে" সিলেক্ট করুন;
  3. '*' চেপে সেন্ড করুন (Next Page);
  4. '*' চেপে সেন্ড করুন (Next Page);
  5. 15 লিখে সেন্ড করুন (other);
  6. 1 লিখে সেন্ড করুন (Biller A/C Number);
  7. Biller A/C Number টাইপ করুন;
  8. 'Student ID' টাইপ করুন;
  9. টাকার পরিমাণ টাইপ করুন;
  10. পিন টাইপ করুন;
  11. পেমেন্ট শেষে কনফার্মেশন এসএমএস (SMS) পাবেন।
সাধারণ কিছু প্রশ্ন এবং উত্তর
প্রশ্নঃ আমি কি *১৬৭# (USSD) এবং নগদ অ্যাপ (APP) এর মাধ্যমে বিল দিতে পারবো?
উত্তরঃ হ্যাঁ।
প্রশ্নঃ এক্সট্রা চার্জ লাগবে?
উত্তরঃ হ্যাঁ।
প্রশ্নঃ কত টাকা চার্জ হবে?
উত্তরঃ নগদ অ্যাপ (App) এবং *১৬৭# এর মাধ্যমে ফী প্রদান করলে, সার্ভিস চার্জ ১.৫% দিতে হবে অর্থাৎ প্রতি হাজারে ১৫ টাকা।
প্রশ্নঃ আমার ১০০০ টাকা ফী আমি কি ৫০০ টাকা দিতে পারবো?
উত্তরঃ না।
প্রশ্নঃ উদ্যোক্তার মাধ্যমে কি পরিশোধ করা সম্ভব হবে?
উত্তরঃ হ্যাঁ।
প্রশ্নঃ গ্রাহকের বিল প্রদানের পর নিশ্চয়তা কিভাবে হবে?
উত্তরঃ সফল ভাবে বিল প্রদানের পরে 'Dinajpur Zilla School' থেকে এসএমএস (SMS) নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন।
প্রশ্নঃ আমি কি 'Dinajpur Zilla School' এর সকল প্রকার ফী পেমেন্ট করতে পারবো?
উত্তরঃ 'Dinajpur Zilla School' এর সকল প্রকার ফী প্রদান করতে পারবেন।

পেমেন্ট জনিত কোনো তথ্যের জন্য ও কোন জটিলতার সম্মুখীন হলে এই নম্বর গুলোতে তৎক্ষণাৎ যোগাযোগ করুন।
০১৯৪১-২০১২০৭,০১৯৪১২০১২০৬,০১৯৪১২০১২০৮,

Dinajpur Zilla School
Dynamic Calendar
Loading...
0
0
3
1
8
6
0